ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়া বাংলা উচ্চারণ।
ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়া। কোন দোয়া মুখস্ত করার আগে আমাদের কে জানতে হবে, যে দোয়াটি আমি মুখস্ত করবো। এই দোয়াটি কুরআন থেকে না অন্য কিতাব থেকে নেওয়া হয়েছে।
যদি কুরআন থেকে নেওয়া হয় ভালো কথা। আর যদি কুরআন থেকে না হয়, সেই ক্ষেত্রে দোয়াটি না আমল করায় ভালো।
নীচে কুরআন থেকে দুটি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়া বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে। ওখান থেকে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়াটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়া আরবী।
رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ ২৩-১০৯
رَّبِّ اغۡفِرۡ وَ ارۡحَمۡ وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ ২৩-১১৮
ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়া বাংলা উচ্চারণ।
২৩-১০৯ রাব্বানা আ-মান্না-ফাগফিরলানাওয়ারহামনা-ওয়াআনতা খাইরুর রা-হিমীন।
২৩-১১৮ রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুররা-হিমীন।
ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়া অনুবাদ।
২৩-১০৯ ‘হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
২৩-১১৮ ‘হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়া পিডিএফ।
ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়া দুটি পিডিএফ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দোয়াটি পিডিএফ ডাউনলোড করুণ।
কোরআনের এই দোয়া গুলো পড়ুন।