সূরা আল-বাকারা ২১৪ নং আয়াত বাংলা উচ্চারণ ও অনুবাদ।
সূরা আল-বাকারা কোরআন মাজিদের ২ নম্বর সূরা। নীচে সূরা আল-বাকারার ২১৪ নম্বর আয়াতটির আরবী, বাংলা উচ্চারণ সহ অনুবাদ দেওয়া হয়েছে।
আমরা জীবনে অনেক ক্ষেত্রে হতাশ হয়ে পড়ি। যার কারণে আল্লাহকে অভিযোগ করতে থাকি। এর পর আমাদের ঈমান দুর্বল হয়ে পড়ে, আবার কেউ ঈমান থেকে মুখ ফিরিয়ে নেই।
এই সমস্ত প্রকার মানুষকে সূরা আল-বাকারার ২১৪ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ্ সান্ত্বনা দিয়ে কথা গুলো বলছে। যাতে আমরা জান্নাত অর্জন করতে সক্ষম হয়। আয়াতটি নীচে দেওয়া হল।
সূরা আল-বাকারা ২১৪ নং আয়াত আরবী।
اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَنَّۃَ وَ لَمَّا یَاۡتِکُمۡ مَّثَلُ الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِکُمۡ ؕ مَسَّتۡهُمُ الۡبَاۡسَآءُ وَ الضَّرَّآءُ وَ زُلۡزِلُوۡا حَتّٰی یَقُوۡلَ الرَّسُوۡلُ وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَهٗ مَتٰی نَصۡرُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ نَصۡرَ اللّٰهِ قَرِیۡبٌ
সূরা আল-বাকারা ২১৪ নং আয়াত বাংলা উচ্চারণ।
আম হাছিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা-ইয়া’তিকুম মাছালুল্লাযীনা খালাও মিন কাবলিকুম মাছছাতহুমুল বা’ছাউ ওয়াদ্দাররাউ ওয়াঝুলঝিলূ হাত্তা-ইয়াকূলার রাছূলু ওয়াল্লাযীনা আ-মানূমা‘আহূ মাতা-নাসরুল্লা-হি আলা-ইন্না নাসরাল্লা-হি কারীব।
সূরা আল-বাকারা ২১৪ নং আয়াত বাংলা অনুবাদ।
নাকি তোমরা ভেবেছ যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মত কিছু আসেনি, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সাথি মুমিনগণ বলছিল, ‘কখন আল্লাহর সাহায্য (আসবে)’? জেনে রাখ, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী।
এই আয়াত গুলো পড়ুন।