সূরা আল-বাকারা ১২৭ নং আয়াত বাংলা উচ্চারণ ও অনুবাদ।
সূরা আল-বাকারা ১২৭ নং আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ সহ অনুবাদ দেওয়া হয়েছে। এই আয়াতে আল্লাহ্, আমাদের কে স্মরণ করিয়ে বলছেন যে কাবার ভিত্গুলো কে উঠিয়াছিল।
সূরা আল-বাকারা ১২৭ নং আয়াতটির আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হল।
সূরা আল-বাকারা ১২৭ নং আয়াত এর আরবী।
وَ اِذۡ یَرۡفَعُ اِبۡرٰهٖمُ الۡقَوَاعِدَ مِنَ الۡبَیۡتِ وَ اِسۡمٰعِیۡلُ ؕ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ
সূরা আল-বাকারা ১২৭ নং আয়াত বাংলা উচ্চারণ।
ওয়া ইয ইয়ারফা‘উ ইবরা-হীমুল কাওয়া‘ইদা মিনাল বাইতি ওয়াইছমা-‘ঈলু রাব্বানা-তাকাব্বাল মিন্না-ইন্নাকা আনতাছ ছামী‘উল ‘আলীম।
সূরা আল-বাকারা ১২৭ নং আয়াত বাংলা অনুবাদ।
আর স্মরণ কর, যখন ইবরাহীম ও ইসমাঈল কাবার ভিত্গুলো উঠাচ্ছিল (এবং বলছিল,) ‘হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবূল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী’।
সূরা আল-বাকারা ১২৭ নং আয়াত PDF Download.
সূরা আল-বাকারা ১২৭ নং আয়াতটির আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড করার জন্য নীচের লিংকে ক্লিক করুণ।
এই আয়াত গুলো পড়ুন।