Surah Baqarah Ayat 43 in Bengali | সূরা বাকারা আয়াত ৪৩ বাংলা অনুবাদ।

সূরা আল-বাকারা (Surah Al-Baqarah)  এর অর্থ- গরু। সূরা আল-বাকারা (Surah Al-Baqarah Ayat 43) হচ্ছে কোরআন মাজিদের ২ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ২৮৬ টি।

সূরা আল-বাকারা (Surah Al-Baqarah Ayat 43) এর ৪৩ নম্বর আয়াতটির নীচে বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। আর এই আয়াতটি সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে।

Surah Baqarah Ayat 43 in Bengali | সূরা বাকারা আয়াত ৪৩ বাংলা অনুবাদ।

সূরা বাকারা (Surah Al-Baqarah Ayat 43) আয়াত ৪৩ আরবি।

 وَ اَقِیۡمُوا الصَّلٰوۃَ وَ اٰتُوا الزَّکٰوۃَ وَ ارۡکَعُوۡا مَعَ الرّٰکِعِیۡنَ

সূরা বাকারা (Surah Al-Baqarah Ayat 43) আয়াত ৪৩ বাংলা উচ্চারণ।

ওয়া আকীমুস সালা-তা ওয়া আ-তুঝঝাকা-তা ওয়ারকা‘ঊ মা‘আর রা-কি‘ঈন।

সূরা বাকারা (Surah Al-Baqarah Ayat 43) আয়াত ৪৩ বাংলা উচ্চারণ।

আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং রুকূকারীদের সাথে রুকূ কর।

সূরা বাকারা (Surah Al-Baqarah Ayat 43) আয়াত ৪৩ সম্পর্কে কিছু কথা।

এই আয়াত থেকে পরিষ্কার যে আমাদেরকে নামাজ কায়েম করতে ও জাকাত প্রদান করতে হবে। কিন্ত কিছু আলেম এই আয়াতের ব্যাখ্যায় বলে যে- কোরআনে তো নামাজ পড়ার পদ্ধতি নেই, তাই আমাদেরকে হাদিস পড়তে ও মানতে হবে কারণ হাদিসে নামাজের নিয়ম আছে।

 এই সকল আলেমকে প্রশ্ন করুণ, যে ইমাম বুখারি হাদিস সংগ্রহ করার আগে কিভাবে নামাজ পড়তেন। তখন দেখবেন যে ওই আলেম বলবে সকলে যে ভাবে নামাজ পড়তো, ইমাম বুখারি সেই ভাবে নামাজ পড়তো।

এখন ওই আলেমকে প্রশ্ন করুণ সকলে কিভাবে নামাজ পড়তো? তখন দেখবেন ওই আলেম বলবে মক্কায় যেভাবে নামাজ পড়তো, সকলেয় ওই ভাবে নামাজ পড়তো।

আর আমরা জানি যে কুরআনে আল্লাহ্‌ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মাক্কামে ইব্রাহিম থেকে নামাজের নিয়ন জেনে নিতে। 

নামাজ সম্পর্কে কোরআনের কিছু আয়াত।