কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা আল-বাকারা।
কোরআন শরিফে মোট ১১৪ টি সূরা আছে। এই ১১৪ টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে আল-বাকারা। আর ১১৪ টি সূরার মধ্যে আল-বাকারা হচ্ছে ২ নম্বর সূরা।
আল-বাকারার মধ্যে মোট ২৮৬ টি আয়াত রয়েছে। এর মধ্যে ২৫৫ নম্বর আয়াতটি আয়াতুল কুরসি নামে আমাদের কাছে পরিচিত।
কোরআনের সব থেকে বড় সূরার মধ্যে আছে গুরুত্বপূর্ণ আয়াত।
সূরা আল-বাকারার মধ্যে ২০১ আয়াত টি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই আয়াতের মাধ্যমে আল্লাহ্ আমাদেরকে একটি দুয়া শিক্ষা দিচ্ছেন যে কিভাবে আমাদের কল্যাণের জন্য দোয়া করবো। এই দোয়াটি পড়ার জন্য লিংকে ক্লিক করুণ।
আবার এই সূরার শেষের দুই আয়াত ২৮৫-২৮৬ এর ফজিলত সম্পর্কে আমরা সকলেই অবগত। তাই সূরা বাকারার শেষের দুই আয়াত পড়ার জন্য বা এর ফজলত যানার জন্য লিংকে ক্লিক করুণ। সূরা বাকারার শেষ দুই আয়াত।
বাংলাতে কোরআন পড়ার জন্য সব থেকে ভালো তিনটি মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য লিংকে ক্লিক করুণ। সেরা তিনটি মোবাইল অ্যাপ।