কুরআন মাজীদ আরবি ভাষায় নাজিল হল কেন?
আমাদের মনে অনেক সময় প্রশ্ন উঠে যে কুরআন মাজীদ আরবি ভাষায় নাজিল হল কেন? কুরআন মাজিদ আরবি ভাষায় না হয়ে বাংলা ভাষায় হলে তো আমাদের ভালো হত। কিন্ত কুরআন মাজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে এরও কিছু কারণ আছে। তাই কুরআন কেন আরবি ভাষায় নাজিল হল এই সম্পর্কে কুরআন থেকে আলোচনা করা হল।
কুরআন আরবি ভাষায় নাজিল হওয়ার কারণ।
৪১ নম্বর সূরা আয়াত নম্বর ৪৪ এ বলা হয়েছে- আর আমি যদি এটাকে অনারবী ভাষার কুরআন বানাতাম তবে তারা নিশ্চিতভাবেই বলত, ‘এর আয়াতসমূহ বিশদভাবে বর্ণিত হয়নি কেন’? এটি অনারবী ভাষায় আর রাসূল আরবী ভাষী! বল, ‘এটি মুমিনদের জন্য হিদায়াত ও প্রতিষেধক। আর যারা ঈমান আনে না তাদের কানে রয়েছে বধিরতা আর কুরআন তাদের জন্য হবে অন্ধত্ব। তাদেরকেই ডাকা হবে দূরবর্তী স্থান থেকে।
এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যদি কুরআন আরবি ভাষায় না হয়ে অন্য ভাষায় হলে এর বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব হত না। এর কারণ আরবি এমন এক ভাষা, যে ভাষার এক লাইন অন্য ভাষায় তা হয়ে যাবে তিন চার লাইন।
তাই অন্য ভাষায় কুরআন নাজিল হলে মানুষে বলতো যে এর বিস্তারিত ব্যাখ্যা কোথাই? কিন্ত আরবি ভাষায় কুরআন নাজিল হওয়ার কারণে অন্য ভাষায় কুরআনের বিস্তারিত ব্যাখ্যা হয়ে যাই।
আবার আর একটা সমস্যা হত যে মানুষ প্রশ্ন করত, কুরআন অনারবি ভাষায় আর রাসুল আরবি ভাষায় এটা কি ভাবে সম্ভব।
এই আর্টিকেল গুলো পড়ুন।