ইসলামের প্রথম মসজিদ | পৃথিবীর প্রথম মসজিদ।
৩-৯৬) নিশ্চয় প্রথম ঘর, যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, তা মক্কায়। যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য।
এই আয়াতে বলা হয়েছে যে প্রথম ঘর মক্কায় যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। মক্কায় প্রথম ঘর বলা হয়েছে কিন্ত মসজিদ বলা হয়নি। তাই এই আয়াত থেকে প্রথম ঘর প্রমাণ হয় কিন্ত প্রথম মসজিদ প্রমাণ হয়না। চলুন আর একটি আয়াত দেখি।
১৭-১) পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা* পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
উপরের আয়াত থেকে জেনেছি যে প্রথম ঘর মক্কায় যা বরকতময়। মক্কায় বরকতময় প্রথম ঘরকে এই আয়াতে মাসজিদুল হারাম বলা হয়েছে, যার আশপাশে আমি বরকত দিয়েছি।
তাই এই দুটি আয়াতকে একত্রিত করলে বুঝাজাই যে পৃথিবীর প্রথম মসজিদ বা ঘর মক্কায় আল মাসজিদুল হারাম যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য।
কুরআন থেকে আরও পড়ুন।