তৌরাত অবতীর্ণ হওয়ার ঘটনা - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।
বনী ইসরাইলদের প্যালেস্টাইনে প্রবেশের পূর্বে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল। মূসা (আঃ)-এর তৌরাত প্রাপ্ত হওয়া।
তীহ বা এফিউম নামক ময়দানে যখন তারা অবস্থান করছিলেন সেই সময় হজরত মূসা (আঃ)-কে আল্লাহপাক তুর পাহাড়ে ডেকে নেন।
এই স্থানে তিনি রোজা বা উপবাস অবস্থায় চল্লিশদিন অতিবাহিত করেন। তারপর তিনি আল্লাহপাকের সাথে কথা বলার সুযোগ পান। আল্লাহ পাক খুশি হয়ে হজরত মুসা (আঃ)-এর সাথে অদৃশ্য থেকে কথা বলেন।
বাক্যালাপের পরে তিনি আল্লাহপাকের পক্ষ থেকে মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য পবিত্র তৌরাত শরীফ প্রাপ্ত হন। বাইবেলের ভাষায় যাকে বলা হয় পবিত্র তোরাহ। এই তৌরাত ছিল পাথরের শ্লেটে লেখা।
এতে হজরত মুসা (আঃ)-এর শরীয়তের হুকুম আহকাম বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। বর্তমান ইহুদিরা এই কিতাবকে সব থেকে মূল্যবান গ্রন্থ হিসাবে বিবেচনা করেন।
আরও পড়ুন।
- ইহুদি ধর্ম।
- হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।
- হজরত মুসা (আঃ) এর বাল্যকাল।
- হজরত মুসা (আঃ) এর দেশত্যাগ।
- হযরত মুসা (আঃ) এর লাঠির মুজিজা।
- ফেরাউনের দরবারে মুসা (আঃ)।
- মুসা (আঃ) এর দেশত্যাগ ও ফেরাউনের মৃত্যু।
- ফেরাউনের মৃত্যুর পরের ঘটনা।
- তৌরাত অবতীর্ণ হওয়ার ঘটনা।
- হজরত মুসা (আঃ) নবীর মৃত্যু।
- ইহুদিদের ধর্মগ্রন্থ সমূহ।