হজরত মুসা (আঃ) এর বাল্যকাল - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।
হজরত মূসার (আ.) বাল্যকাল অতিবাহিত হয়েছে এক বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে। একদিকে নবি হিসাবে বাল্যকাল থেকেই তারমধ্যে ঐশ্বরিক বাতাবরণ ও চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, অন্যদিকে খোদাদ্রোহী ফেরাউনের আশ্রয়ে থেকে আল্লাহ বিরোধী কার্যকলাপের সাথে দৈনন্দিন সহাবস্থান।
রাজবাড়ির আশ্রিত সন্তান হিসাবে খাওয়া পরার কোন চিন্তা নেই। আনন্দ ফুর্তি, বিলাস-ব্যসনের কোনো অভাব নেই তবুও সর্বদাই যেন কিসের একটা ভাবনা তাকে ভাবিত করে রাখে।
মহান আল্লাহ বিরোধী আলাপ-আলোচনায় তার অস্বস্তি বেড়ে ওঠে। এমনকি একদিন তিনি বসেছিলেন ফেরাউনের কোলে।
ফেরাউন তখন ব্যস্ত ছিলেন ঈশ্বর নিন্দায়। শিশু মূসা সহ্য করতে পারলেন না। ফেরাউনের গলা ধরে খামছে ফেলতে লাগলেন। এতে রাগে অগ্নিশর্মা হয়ে শিশু মূসাকে মেরে ফেলতে চাইলেন।
তিনি বুঝেছিলেন এই শিশুই পরবর্তীতে তার বিপদের কারণ হবে। রাজমহিয়সী আসিয়া (আ.) অনেক চেষ্টায় সে যাত্রায় মুসার প্রাণ বাঁচিয়েছিলেন। এই ছিল সংক্ষেপে মুসা (আঃ) এর বাল্যকাল।
আরও পড়ুন।
- ইহুদি ধর্ম।
- হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।
- হজরত মুসা (আঃ) এর বাল্যকাল।
- হজরত মুসা (আঃ) এর দেশত্যাগ।
- হযরত মুসা (আঃ) এর লাঠির মুজিজা।
- ফেরাউনের দরবারে মুসা (আঃ)।
- মুসা (আঃ) এর দেশত্যাগ ও ফেরাউনের মৃত্যু।
- ফেরাউনের মৃত্যুর পরের ঘটনা।
- তৌরাত অবতীর্ণ হওয়ার ঘটনা।
- হজরত মুসা (আঃ) নবীর মৃত্যু।
- ইহুদিদের ধর্মগ্রন্থ সমূহ।