মুসা (আঃ) এর দেশত্যাগ ও ফেরাউনের মৃত্যু - হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।
মুসা (আঃ) এই সময় সুযোগ বুঝে বনী ইসরাইলদের সাথে নিয়ে মিশর ত্যাগ করার মনস্থ করলেন। এই সংবাদ শ্রবণ করে প্রচুর সৈন্যসামন্ত সহ ফেরাউন মুসা (আঃ) ও তার সঙ্গীদের ধরার জন্য ধাওয়া করলেন।
মুসা (আঃ) ফেরাউনের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য দ্রুত গমন করতে করতে লাহিত সাগরের তীরে এসে আটকে গেলেন। ওদিকে পিছনে ধেয়ে আসছে ফেরাউন ও তার সৈন্যবাহিনী।
উপায়ান্তর না পেয়ে হজরত মূসা (আঃ) হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করতেই সা সাঁ করে পানি দুইদিকে ভাগ হয়ে মাঝখান দিয়ে বিরাট চওড়া রাস্তা তৈরি হয়ে গেল।
তারপর আপন লোক লস্কর সহ সাগরের মাঝখানে যখন এলেন সেই সময় ফেরাউন ও সৈন্যসামন্ত সহ সাগরের মাঝখানে তৈরি হওয়া রাস্তায় নেমে পড়লেন।
আর মুসা (আঃ) যখন লোকজন নিয়ে ওপারে পৌঁছে গেলেন তখন ফেরাউন ও তার সৈন্যরা সাগরের মাঝ বরাবর এসে পড়লেন।
তারপর হঠাৎ করে দুইধারের উঁচু হয়ে থাকা পানির পাহাড় হুড়মুড় করে ফেরাউন ও তার সৈন্যদের উপর ঝাপিয়ে পড়ে ভাসিয়ে নিয়ে গেল।
হাজার হাজার সৈন্যসহ ফেরাউন নিজে লোহিত সাগরে হাবুডুবু খেতে খেতে মারা গেলেন। এভাবে হজরত মূসা (আঃ) এবং বনী ইসরাইলরা ফেরাউনের হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে গেলেন।
আরও পড়ুন।
- ইহুদি ধর্ম।
- হজরত মুসা (আঃ) নবীর জীবন কাহিনী।
- হজরত মুসা (আঃ) এর বাল্যকাল।
- হজরত মুসা (আঃ) এর দেশত্যাগ।
- হযরত মুসা (আঃ) এর লাঠির মুজিজা।
- ফেরাউনের দরবারে মুসা (আঃ)।
- মুসা (আঃ) এর দেশত্যাগ ও ফেরাউনের মৃত্যু।
- ফেরাউনের মৃত্যুর পরের ঘটনা।
- তৌরাত অবতীর্ণ হওয়ার ঘটনা।
- হজরত মুসা (আঃ) নবীর মৃত্যু।
- ইহুদিদের ধর্মগ্রন্থ সমূহ।