খারাপ সময় নিয়ে কোরআনের আয়াত | খারাপ সময় নিয়ে ইসলামের উক্তি।

খারাপ সময় নিয়ে কোরআন যে প্রেরণা যুগিয়েছে, তা কেবলমাত্র কোরআন পাঠ করার মাধ্যমে বুঝা সম্ভব। খারাপ সময় বলতে মানুষের বিপদ, কষ্টকর, দুর্ঘটনা ইত্যাদি সময়কে বুঝায়। 

এক ও অদ্বিতীয় মহান আল্লাহ  পবিত্র কোরআনের মাধ্যমে খারাপ সময়ে মানব জাতিকে ধর্য্য ধারণ করার উপদেশ দেওয়া হয়েছে। 

কারণ যখন আমাদের উপর খারাপ সময় আসে, তখন ধর্য্য ধারণের মাধ্যমে আমরা সঠিক চিন্তাভাবনা করতে পারি। আর কিছু দিনের মাধ্যমে খারাপ সময় থেকে পরিত্রাণ পেতে পারি। 

কিন্ত যদি ধর্য্য ধারণ না করি, সেই ক্ষত্রে আমরা খারাপ সময় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাড়াহুড়া করে থাকি। যার কারণে অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুল পদক্ষেপ নিয়ে থাকি। 

এর কারণে আমরা আরও বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তাই খারাপ সময়ের মধ্যে ধর্য্য ধারণ করুন, আর আল্লাহর উপর সম্পূর্ণ ভোর্স রেখে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।

খারাপ সময় নিয়ে কোরআনের আয়াত | খারাপ সময় নিয়ে ইসলামের উক্তি।

খারাপ সময় থেকে শান্তি লাভকরা কোরআনের আয়াত।

সূরা আল বাকারার শেষ আয়াতে আল্লাহ বলেন- আয়াতটি দেওয়া হল। --- আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। যে ভাল উপার্জন করবে সে তার (প্রতিদান পাবে) এবং যে মন্দ উপার্জন করবে সে তার (প্রতিফল পাবে)। 

হে আমাদের প্রতিপালক! যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তাহলে তুমি আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তিগণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। 

হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের উপর অর্পণ করো না, যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদেরকে ক্ষমা কর, আমাদের পাপ মোচন কর এবং আমাদের প্রতি দয়া কর। 

তুমি আমাদের অভিভাবক। অতএব সত্য প্রত্যাখ্যানকারী (কাফের) সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে (সাহায্য ও) জয়যুক্ত কর।

এই আয়াতের প্রথম অংশে আমরা জানতে পারি যে- আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। তাই বর্তমান সময়ে যদি কোন সমস্যা আমাদের থেকে থাকে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ্য আমাদের সকলের আছে। 

কিন্ত আমাদের তাড়াহুড়া করার কারণে বা ধর্য্য ধারণ না করার কারণে চিন্তিত বা হতাশ হয়ে পড়ি। তাই যে কোন সমস্যার সম্মুখীন হলে- ধর্য্য ধারণ করুন, সঠিক পদক্ষেপ গ্রহণ করুন, তাড়াহুড়ো করবেন না, আল্লাহর উপর ভরসা করুন। আর মাতৃ ভাষায় কোরআনের অনুবাদ পড়ুন।

এই আর্টিকেল গুলো পড়ুন।