জীবন সুন্দর করা কুরআনের উপদেশ।
জীবন সুন্দর করার জন্য কুরআনের উপদেশ গুলো অতি সাধারণ। প্রায় সকল মানুষ এই উপদেশ গুলো সম্পর্কে অবগত আছে। এর পরেও দেখা যায় অধিকাংশ মানুষ তার নিজের জীবন সুন্দর করতে অক্ষম।
কারণ কুরআনের উপদেশ গুলো জানা সর্তেও জীবনে প্রোয়গ করতে ব্যর্থ হয়। তাই জীবন সুন্দর করতে হলে কুরআনের উপদেশ গুলো জীবনে সম্পুর্ন প্রোয়গ করতে হবে।
জীবন সুন্দর করার জন্য পবিত্র কুরআন একটি উপদেশ বাণী। এক ও অদ্বিতীয়, মহান সৃষ্টি কর্তা মানব জাতিকে সুন্দর জীবন দেওয়ার জন্য কুরআন প্রেরণ করেছেন।
তাই কোন ব্যক্তি সুন্দর জীবন যাপন করতে চাইলে, সেই ব্যক্তিকে কুরআন থেকে উপদেশ গ্রহণ করা উচিৎ। জীবন সুন্দর করার কিছু কুরআনের উপদেশ নীচে দেওয়া হয়েছে।
জীবন সুন্দর করার কিছু কুরআনের উপদেশ।
জীবন সুন্দর করার কিছু কুরআনের উপদেশ যেমন- এক ও অদ্বিতীয় আল্লাহর উপর বিশ্বাস, মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, কিয়ামতের দিনকে বিশ্বাস করা, নিজ ইচ্ছার উপর জীবন যাপন করার পরেও ভাগ্যকে সম্পূর্ণ বিশ্বাস করা,
পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করা, মানুষের সঙ্গে সদ ব্যবহার করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, সময়ের মর্যাদা দেওয়া, সমস্ত ধরনের নিশা দ্রব্য থেকে বিরত থাকা। আরও বিস্তারিত জানতে কুরআন Apps Download করুন।
এই আর্টিকেল গুলো পড়ুন।