যানবাহনে উঠার দোয়া | যানবাহনে উঠার দোয়া আরবি, বাংলা উচ্চারণ, ও অর্থ সহ PDF Download.

রাসূলুল্লাহ্‌ (সা:) যানবাহনে আরোহণের সময় বিসমিল্লাহ বলে উঠে বসার পর নিচের দোয়া টি পাঠ করতেন।

নিচে যানবাহনে উঠে বসার দোয়া আরবি, বাংলা উচ্চারণ, ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এই সঙ্গে যানবাহনে উঠে বসার দোয়া আরবি, বাংলা উচ্চারণ, ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে।

যানবাহনে উঠার দোয়া | যানবাহনে উঠার দোয়া আরবি, বাংলা উচ্চারণ, ও অর্থ সহ  PDF Download.

যানবাহনে উঠে বসার দোয়া আরবী।

اَلْحَمْدُ لِلَّهِ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ، اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اَللّهُ أَكْبَرُ، (لَا إِلٰهَ إِلَّا أَنْتَ) سُبْحَانَكَ، إِنِّي ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

যানবাহনে উঠে বসার দোয়া বাংলা উচ্চারণ।

আল-’হামদু লিল্লা-হ, সুব্‌হা-নাল্লাযী সা’খ্‌খারা লানা- হা-যা- ওয়ামা- কুন্‌না- লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা- রাব্বিনা- লামুন্‌ক্বলিবূন। আল-’হামদু লিল্লা-হ, আল-’হামদু লিল্লা-হ, আল- ’হামদু লিল্লা-হ, আল্লা-হু আক্‌বার, আল্লা-হু আক্‌বার, আল্লা-হু আক্‌বার, (লা- ইলা-হা ইল্লা- আন্‌তা,) সুব্‌'হা-নাকা, ইন্নী যালাম্‌তু নাফ্‌সী ফাগ্‌ফির্‌লী, ফাইন্নাহু লা- ইয়াগফিরুয্‌ যুনূবা ইল্লা- আনতা

যানবাহনে উঠে বসার দোয়া বাংলা অনুবাদ।

প্রশংসা আল্লাহ্‌র জন্য। পবিত্র ও মহান তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে। প্রশংসা আল্লাহ্‌র জন্য (৩ বার), আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ (৩ বার) (আপনি ছাড়া কোনো ইলাহ নেই), 

আপনার পবিত্রতা ঘোষণা  করছি, আমি আমার নিজের উপর অত্যাচার করেছি কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করে না।রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৪৪৬

যানবাহনে উঠার দোয়া আরবি, বাংলা উচ্চারণ, ও অর্থ সহ  PDF Download.

যানবাহনে উঠে বসার দোয়া আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে যানবাহনে উঠে বসার দোয়া আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন।

PDF Download

এই দোয়া গুলো পড়ুন।