অসুস্থ ব্যক্তির জন্য দোয়া | অসুস্থ ব্যক্তির জন্য রাসূলে আরবী দোয়া বাংলা উচ্চারণ সহ PDF Download.
যখন কোনও ব্যক্তি তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, তখন সেখানে গিয়ে বসার আগ পর্যন্ত সে জান্নাতের ফলবাগানের মধ্যে বিচরণ করতে থাকে। যখন সে বসে, তখন (আল্লাহ্র) রহমত তাকে আচ্ছন্ন করে রাখে।
সকালবেলা রোগী দেখতে গেলে, সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আর সন্ধ্যাবেলা রোগী দেখতে গেলে, সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে (তিরমিযীঃ ৯৬৯)। নীচে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আরবী, বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে।
অসুস্থ ব্যক্তির জন্য ২ টি দোয়া আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ।
প্রথম দোয়া--- রাসূলুল্লাহ্ (সাঃ) কোনো অসুস্থকে দেখতে গেলে এ দোয়া বলতেন। রেফারেন্স: বুখারীঃ ৩৬১৬
لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
লা- বাঅ্সা, ত্বাহূরুন ইন শা- আল্লা-হ।
চিন্তা করো না গুনাহ হতে তুমি পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ্ (এর কারণে আল্লাহ্ আপনার পাপরাশি ক্ষমা করে আপনাকে পবিত্র করবেন)
দ্বিতীয় দোয়া--- ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, যদি কোনো মুসলিম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে এ কথাগুলো সাত বার বলেন তাহলে তার মৃত্যু উপস্থিত না হলে সে সুস্থতা লাভ করবেই। তিরমিযীঃ ২০৮৩
أَسْأَلُ اللَّهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَشْفِيَكَ
আসআলুল্লা-হাল ‘আযীম, রাব্বাল ‘আরশিল ‘আযীম আন ইয়াশফিইয়াক।
আমি প্রার্থনা করছি মহামর্যাদাময় আল্লাহ্র নিকট, যিনি মহামর্যাদাময় আরশের প্রভু, তিনি যেন তোমাকে সুস্থতা প্রদান করেন।
অসুস্থ ব্যক্তির জন্য আরবী দোয়া বাংলা উচ্চারণ সহ PDF Download.
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন।
এই দোয়া গুলো পড়ুন।