সূরা ত্বহা আয়াত ২৫-২৮ বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download.
সূরা ত্বহা কোরআন মাজিদের ২০ নম্বার সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ১৩৫ টি। সূরা ত্বহা এর বাংলা অর্থ- ত্বহা। সূরা ত্বহা মাক্কায় অবতীর্ণ হয়েছে।
নীচে সূরা ত্বহা ২৫-২৮ নং আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা ত্বহা ২৫-২৮ নং আয়াত এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে।
সূরা ত্বহা আয়াত ২৫-২৮ এর আরবী।
২৫) قَالَ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى
২৬) وَيَسِّرْ لِىٓ أَمْرِى
২৭) وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى
২৮) يَفْقَهُوا۟ قَوْلِى
সূরা ত্বহা আয়াত ২৫-২৮ এর বাংলা উচ্চারণ।
২৫) কা-লা রাব্বিশরাহলী সাদরী।
২৬) ওয়া ইয়াছছিরলীআমরী।
২৭) ওয়াহলুল ‘উকদাতাম মিলিলছা-নী।
২৮) ইয়াফকাহূকাওলী।
সূরা ত্বহা আয়াত ২৫-২৮ এর বাংলা অনুবাদ।
২৫) মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।
২৬) এবং আমার কাজ সহজ করে দিন।
২৭) এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।
২৮) যাতে তারা আমার কথা বুঝতে পারে।
সূরা ত্বহা আয়াত ২৫-২৮ এর PDF Download.
সূরা ত্বহা আয়াত ২৫-২৮ এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা ত্বহা আয়াত ২৫-২৮ এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন।
এই আয়াত গুলো পড়ুন।