সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download.
সূরা আল-আম্বিয়া কোরআন মাজিদের ২১ নম্বার সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ১১২ টি। সূরা আল-আম্বিয়া এর বাংলা অর্থ- নবীগণ। সূরা আল-আম্বিয়া মাক্কায় অবতীর্ণ হয়েছে।
নীচে সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে।
সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ আরবী।
وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ
সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ বাংলা উচ্চারণ।
ওয়া যাননূনি ইযযাহাবা মুগা-দিবান ফাজান্না আল্লান নাকদিরা ‘আলাইহি ফানা-দাফিজজু লুমা-তি আল্লাইলা-হা ইল্লাআনতা ছুবহা-নাকা ইন্নী কুনতুমিনাজ্জালিমীন।
সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ বাংলা অনুবাদ।
এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে, আমি তাঁকে ধৃত করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেনঃ তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার।
সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ PDF Download.
সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭ এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন।
এই আয়াত গুলো পড়ুন।