আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ৫টি উপায় | আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ৫ টি হাদিস।
আল্লাহ্র কাছে সাহায্য চাওয়ার ৫ টি উপায় বা ৫ টি হাসিদ নীচে বর্ণনা করা হল। আল্লাহ্র কাছে সাহায্য চাওয়ার উপায় বা হাদিস অনেক আছে, এর মধ্যে থেকে ৫ টি গুরুত্ব পূর্ণ হাদিস বাছায় করে দেওয়া হয়েছে। আল্লাহ্র উপর বিশ্বাস রেখে সঠিক আকিদায় এই হাদিস গুলোর মাধ্যমে সাহায্য চাওয়া হলে, আল্লাহ্ অবশ্য সাহায্য করবে ইনশাল্লাহ।
১) আল্লাহ্র কাছে সাহায্য চাওয়ার হাদিস।
শেষ রাতের দোয়া- আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন, “প্রতি রাতে শেষ এক-তৃতীয়াংশ বাকি থাকতে, আমাদের মহান রব নিকটতম আকাশে নেমে বলেন, যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেবো, যে আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য করব, যে আমার কাছে মাফ চাইবে, আমি তাকে মাফ করে দেবো।
শেষ রাতে যারা (আল্লাহ্র কাছে) ক্ষমা চায়, তাদের প্রশংসা করে আল্লাহ্ তা'আলা বলেন -
كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ﴿١٧﴾ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ﴿١٨
(১৭) রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো। (১৮) আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকত। রেফারেন্স- বুখারীঃ ১১৪৫ সূরা আয-যারিয়াতঃ ৫১: ১৭-১৮
২) আল্লাহ্র কাছে সাহায্য চাওয়ার হাদিস।
রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া পড়া- নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে উঠে এ বাক্যগুলো বলে -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اَلْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদ, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়্যিন ক্বাদীর, আল-‘হামদু লিল্লাহি, ওয়া সুব’হা-নাল্লা-হি', ওয়া লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া ‘আল্লা-হু আকবার', ওয়া লা- ‘হাওলা ওয়া লা- ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ
আল্লাহ্ ছাড়া কোনও ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনও অংশীদার নেই, রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহ্র, আল্লাহ্ পবিত্র, আল্লাহ্ ছাড়া কোনও ইলাহ নেই, আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ, মহান আল্লাহ্ ছাড়া কারও কোনও শক্তি-সামর্থ্য নেই।
এরপর বলে, “হে আল্লাহ্! আমাকে মাফ করে দাও!” অথবা অন্য কোনও দোয়া করে, তার দোয়া কবুল হয়। তারপর ওযূ করে সালাত আদায় করলে, তার সালাত কবুল হয়। রেফারেন্স: বুখারীঃ ১১৫৪
৩) আল্লাহ্র কাছে সাহায্য চাওয়ার হাদিস।
ইউনুস (আঃ) এর দোয়া- আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, মাছের পেটের ভেতর থাকাবস্থায় ইউনুস (আঃ) দোয়া করেছিলেন -
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন
তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই! তুমি পবিত্র! আমি তো জালিমদের একজন!
যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এই দু’আ করলে অবশ্যই আল্লাহ্ তা’আলা তার দু’আ কবুল করেন ও তাকে সাহায্য করে। রেফারেন্স: সহীহ। তিরমিযিঃ ৩৫০৫
৪) আল্লাহ্র কাছে সাহায্য চাওয়ার হাদিস।
মুসিবতের সময় নির্দিষ্ট দোয়া পড়া- কোনও বান্দা যদি বিপদ-মুসিবতের মুখোমুখি হয়ে বলে -
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللَّهُمَّ أْجُرْنِيْ فِي مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِي خَيْرًا مِّنْهَا
ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউন। আল্লা-হুম্মাঅ্ জুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা-
আমরা আল্লাহ্র জন্য, আর আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ্! আমার মুসিবতের জন্য আমাকে প্রতিদান দাও! এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দাও!
উম্মু সালামাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছিঃ কোন মুসলিমের ওপর মুসীবত আসলে যদি সে বলেঃ (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে) তবে মহান আল্লাহ্ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন। রেফারেন্স: মুসলিমঃ ৯১৮
৫) আল্লাহ্র কাছে সাহায্য চাওয়ার হাদিস।
কারও মৃত্যুর পর- উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (আবূ সালামা'র মৃত্যুর পর) আল্লাহ্র রাসূল (ﷺ) আবু সালামার কাছে আসেন। তার চোখ ছিল খোলা ও স্থির। নবী (ﷺ) তা বন্ধ করে দিয়ে বলেন, “রূহ বা আত্মা নিয়ে যাওয়া হলে, চোখ তার পেছনে পেছনে যায়।”
তখন তার পরিবারের কিছু লোক চিৎকার করে ওঠে। এর পরিপ্রেক্ষিতে নবী (ﷺ) বলেন, “তোমরা নিজেদের জন্য ভালো ছাড়া অন্য কিছুর দোয়া করো না; কারণ, তোমাদের দোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ‘আমীন/ আল্লাহ্! কবুল করো!' বলতে থাকে।” রেফারেন্স: মুসলিমঃ ৯২০
এই হাদিস গুলো পড়ুন।