সূরা আত তীন বাংলা উচ্চারণ ও অর্থ।
সূরা আত-তীন কোরআন মাজিদের ৯৫ নম্বার সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৮ টি। সূরা আত-তীন এর বাংলা অর্থ- ডুমুর। সূরা আত-তীন মাক্কায় অবতীর্ণ হয়েছে।
নীচে সূরা আত-তীন এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা আত-তীন এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে।
সূরা আত তীন আরবী।
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
وَطُورِ سِينِينَ
وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ
সূরা আত তীন বাংলা উচ্চারণ।
১) ওয়াততীন ওয়াঝঝাইতূন।
২) ওয়া তূরি ছীনীন।
৩) ওয়া হা-যাল বালাদিল আমীন।
৪) লাকাদ খালাকনাল ইনছা-না ফীআহছানি তাকবীম।
৫) ছু ম্মা রাদাদ না-হু আছফালা ছা-ফিলীন।
৬) ইল্লাল্লাযীনা আ-মানূওয়া‘আমিলুসসা-লিহা-তি ফালাহুম আজরুন গাইরু মামনূন।
৭) ফামা-ইউকাযযি বুকা বা‘দুবিদ্দীন।
৮) আলাইছাল্লা-হু বিআহকামিল হা-কিমীন।
সূরা আত তীন এর অর্থ।
১) শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
২) এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
৩) এবং এই নিরাপদ নগরীর।
৪) আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
৫) অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
৬) কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
৭) অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
৮) আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
সূরা আত তীন PDF Download.
সূরা আত-তীন এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আত-তীন এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন।
সূরা আত তীন MP3 Download.
অনেক ক্ষেত্রে আরবীর বাংলা উচ্চারণ সম্পূর্ণ শুদ্ধ হয় না। তাই বাংলা উচ্চারণ থেকে সূরা মুখস্থ করলে, এর সঙ্গে দুই এক বার অডিও শুনুন। এতে সূরা উচ্চারণ সম্পূর্ণ শুদ্ধ হয়ে জাবে। নীচে অডিও ডাউনলোড করার লিংক দেওয়া হল।
এই সূরা গুলো পড়ুন।