৮৩ নং সূরা আল-মুতাফফিফীন বাংলা উচ্চারণ ও অনুবাদ | Surah Al-Mutaffifin in Bangla
সূরা মুতাফফিফীন এর শানে নুযুল।
সূরা আল-মুতাফফিফীন কোরআন মাজিদের ৮৩ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩৬ টি। সূরা আল-মুতাফফিফীন এর বাংলা অর্থ- প্রতারণা। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে।
নীচে সূরা আল-মুতাফফিফীন আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে সূরা আল-মুতাফফিফীন এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে।
সূরা আল-মুতাফফিফীন আরবী। Surah Al-Mutaffifin in Arabic.
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
لِيَوْمٍ عَظِيمٍ
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
كِتَٰبٌ مَّرْقُومٌ
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
كَلَّا بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
كِتَٰبٌ مَّرْقُومٌ
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
خِتَٰمُهُۥ مِسْكٌ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
সূরা আল-মুতাফফিফীন বাংলা উচ্চারণ। Surah Al-Mutaffifin Bangla Uccharon.
১) ওয়াইলুলিললমুতাফফিফীন।
২) আল্লাযীনা ইয়াকতা-লূ‘আলান্না-ছি ইয়াছতাওফূন।
৩) ওয়া ইযা-কা-লূহুম আও ওয়াঝানূহুম ইউখছিরূন।
৪) আলা-ইয়াজু ননুউলাইকা আন্নাহুম মাব‘ঊছূন।
৫) লিয়াওমিন ‘আজীমি।
৬) ইয়াওমা ইয়াকূমুন্না-ছূলিরাব্বিল ‘আ-লামীন।
৭) কাল্লাইন্না কিতা-বাল ফুজ্জা-রি লাফী ছিজ্জীন।
৮) ওয়ামাআদরা-কা মা-ছিজ্জীন।
৯) কিতা-বুমমারকুম।
১০) ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
১১) আল্লাযীনা ইউকাযযিবূনা বিইয়াওমিদ্দীন।
১২) ওয়ামা-ইউকাযযিবুবিহীইল্লা-কুল্লুমু‘তাদিন আছীম।
১৩) ইযা-তুতলা-‘আলাইহি আ-য়া-তুনা-কা-লা আছা-তীরুল আওওয়ালীন।
১৪) কাল্লা-বাল রা-না ‘আলা-কুলূবিহিম মা-কা-নূইয়াকছিবূন।
১৫) কাল্লাইন্নাহুম ‘আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজূবূন।
১৬) ছু ম্মা ইন্নাহুম লাসা-লুল জাহীম।
১৭) ছু ম্মা ইউকা-লূহা-যাল্লাযী কুনতুম বিহী তুকাযযিবূন।
১৮) কাল্লাইন্না কিতা-বাল আবরা-রি লাফী ‘ইলিলইঈন।
১৯) ওয়ামাআদরা-কা মা-‘ইলিলইয়ূন।
২০) কিতা-বুমমারকূম
২১) ইয়াশহাদুহুল মুকাররাবূন।
২২) ইন্নাল আবরা-রা লাফী না‘ঈম।
২৩) ‘আলাল আরাইকি ইয়ানজু রুন।
২৪) তা‘রিফুফী উজূহিহিম নাদরাতান্না‘ঈম।
২৫) ইউছকাওনা মির রাহীকিমমাখতূম।
২৬) খিতা-মুহূমিছকুওঁ ওয়া ফী যা-লিকা ফালইয়াতানা-ফাছিল মুতানা-ফিছূন।
২৭) ওয়া মিঝা-জুহূমিন তাছনীম।
২৮) ‘আইনাইঁ ইয়াশরাবুবিহাল মুকাররাবূন।
২৯) ইন্নাল্লাযীনা আজরামূকা-নূমিনাল্লাযীনা আ-মানূইয়াদহাকূন।
৩০) ওয়া ইযা-মাররূ বিহিম ইতাগা-মাঝূন।
৩১) ওয়া ইযানকালাবূ-ইলাআহলিহিমুনকালাবূফাকিহীন।
৩২) ওয়া ইযা-রাআওহুম কা-লূইন্না হাউলাই লাদাললূন।
৩৩) ওয়ামাউরছিলূ‘আলাইহিম হা-ফিজীন।
৩৪) ফালইয়াওমাল্লাযীনা আ-মানূমিনাল কুফফা-রি ইয়াদহাকূন।
৩৫) ‘আলাল আরাইকি ইয়ানজু রূন।
৩৬) হাল ছুওব্বিাল কুফফা-রু মা-কা-নূইয়াফ‘আলূন।
সূরা আল-মুতাফফিফীন বাংলা অনুবাদ। Surah Al-Mutaffifin Onubad.
১) যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
২) যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
৩) এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
৪) তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
৫) সেই মহাদিবসে,
৬) যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
৭) এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
৮) আপনি জানেন, সিজ্জীন কি?
৯) এটা লিপিবদ্ধ খাতা।
১০) সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
১১) যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
১২) প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
১৩) তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
১৪) কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
১৫) কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
১৬) অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
১৭) এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
১৮) কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
১৯) আপনি জানেন ইল্লিয়্যীন কি?
২০) এটা লিপিবদ্ধ খাতা।
২১) আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
২২) নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
২৩) সিংহাসনে বসে অবলোকন করবে।
২৪) আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
২৫) তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
২৬) তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
২৭) তার মিশ্রণ হবে তসনীমের পানি।
২৮) এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
২৯) যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
৩০) এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
৩১) তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
৩২) আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
৩৩) অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
৩৪) আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।
৩৫) সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
৩৬) কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
সূরা আল-মুতাফফিফীন পিডিএফ ডাউনলোড। Surah Al-Mutaffifin PDF Download.
সূরা আল-মুতাফফিফীন এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার জন্য, নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা আল-মুতাফফিফীন পিডিএফ ডাউনলোড করুন।
সূরা আল-মুতাফফিফীন অডিও। Surah Al-Mutaffifin Audio.
সূরা আল-মুতাফফিফীন এর তেলাওয়াত শুনার জন্য, নীচে লিংক দেওয়া হল। ওখান থেকে সূরা আল-মুতাফফিফীন এর অডিও ডাউনলোড করুন এর তেলাওয়াত শুনুন।
এই সূরা গুলো পড়ুন।