৯৬ নং সূরা আল-আলাক বাংলা উচ্চারণ ও অনুবাদ | Surah Al-Alaq in Bangla

সূরা আল-আলাক কোরআন মাজিদের ৯৬ তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ১৯ টি। সূরা আল-আলাক এর বাংলা অর্থ- রক্তপিন্ড। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। 

নীচে সূরা আল-আলাক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা আল-আলাকের আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ PDF ডাউনলোড করার লিংক দেওয়া আছে।

৯৬ নং সূরা আল-আলাক বাংলা উচ্চারণ ও অনুবাদ | Surah Al-Alaq in Bangla 

সূরা আল-আলাক আরবী। Surah Al-Alaq in Arabic.

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ
كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
عَبْدًا إِذَا صَلَّىٰٓ
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ
نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍ
فَلْيَدْعُ نَادِيَهُۥ
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩

সূরা আল-আলাক বাংলা উচ্চারণ। Surah Al-Alaq Bangla Uccharon. 

১) ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক।
২) খালাকাল ইনছা-না মিন ‘আলাক।
৩) ইকরা’ ওয়া রাব্বুকাল আকরাম
৪) অল্লাযী ‘আল্লামা বিলকালাম।

৫) ‘আল্লামাল ইনছা-না-মা-লাম ইয়া‘লাম।
৬) কাল্লাইন্নাল ইনছা-না লাইয়াতগা।
৭) আররাআ-হুছ তাগনা-।
৮) ইন্না ইলা-রাব্বিকার রুজ‘আ-।

৯) আরাআইতাল্লাযী ইয়ানহা-
১০) ‘আবদান ইযা-সাল্লা-।
১১) আরাআইতা ইন কা-না ‘আলাল হুদা।
১২) আও আমারা বিত্তাকাওয়া-।

১৩) আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা-।
১৪) আলাম ইয়া‘লাম বিআন্নাল্লা-হা ইয়ারা-।
১৫) কাল্লা-লাইল্লাম ইয়ানতাহি লানাছফা‘আম বিন্না-সিয়াহ।
১৬) না-সিয়াতিন কা-যিবাতিন খা-তিআহ।

১৭) ফালইয়াদ‘উ নাদিয়াহ,
১৮) ছানাদ‘উঝঝাবা-নিয়াহ।
১৯) কাল্লা- লা-তুতি‘হু ওয়াছজু দ ওয়াকতারিব (ছিজদাহ-১৪)।

সূরা আল-আলাক বাংলা অনুবাদ। Surah Al-Alaq Bangla Onubad.

১) পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
২) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
৩) পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
৪) যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

৫) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
৬) সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
৭) এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
৮) নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

৯) আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
১০) এক বান্দাকে যখন সে নামায পড়ে?
১১) আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
১২) অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

১৩) আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
১৪) সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
১৫) কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
১৬) মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

১৭) অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
১৮) আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
১৯) কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

সূরা আল-আলাক পিডিএফ ডাউনলোড। Surah Al-Alaq PDF Download.

সূরা আল-আলাক এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার জন্য, নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা আল-আলাক এর পিডিএফ ডাউনলোড করুন। 

Download

সূরা আল-আলাক অডিও। Surah Al-Alaq Audio.

সূরা আল-আলাক তেলাওয়াত শুনার জন্য নীচে লিংক দেওয়া আছে। ওখান থেকে সূরা আল-আলাক এর অডিও ডাউনলোড করুন। 

Download

এই সূরা গুলো পড়ুন।