সূরা আল-আলা বাংলা উচ্চারণ ও অনুবাদ | Surah Al-Ala in Bangla
সূরা আল-আলা কোরআন মাজিদের ৮৭ তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ১৯ টি। সূরা আল-আলা এর অর্থ - সর্বাধিক উচ্চ। ও এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে।
নীচে সূরা আল-আলা এর আরবী, বাংলা উচ্চারণ সহ অনুবাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে সূরা আল-আলার আরবী, বাংলা উচ্চারণ সহ অনুবাদ এর পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে।
সূরা আল-আলা আরবী। Surah Al-Ala Arabic.
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
وَٱلْءَاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ
إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ
সূরা আল-আলা বাংলা উচ্চারণ। Surah Al-Ala Bangla Uccharon.
১) ছাব্বিহিছমা রাব্বিকাল আ‘লা-।
২) আল্লাযী খালাকা ফাছওওয়া-।
৩) ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা-।
৪) ওয়াল্লাযীআখরাজাল মার‘আ-।
৫) ফাজা‘আলাহূগুছাআন আহওয়া-।
৬) ছানুকরিউকা ফালা-তানছা-।
৭) ইল্লা-মা-শাআল্লা-হু ইন্নাহূইয়া‘লামুল জাহরা ওয়ামা-ইয়াখফা-।
৮) ওয়া নুইয়াছছিরুকা লিল ইউছরা-।
৯) ফাযাক্কির ইন নাফা‘আতিযযিকরা-।
১০) ছাইয়াযযাক্কারু মাইঁ ইয়াখশা-।
১১) ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা-।
১২) আল্লাযী ইয়াসলান্না-রাল কুবরা-।
১৩) ছু ম্মা লা-ইয়ামূতুফীহা-ওয়ালা-ইয়াহইয়া-।
১৪) কাদ আফলাহা মান তাঝাকা-।
১৫) ওয়া যাকারাছমা রাব্বিহী ফাসাল্লা-।
১৬) বাল তু’ছিরূনাল হায়া-তাদ্দুনইয়া-।
১৭) ওয়াল আ-খিরাতুখাইরুওঁ ওয়া আবকা-।
১৮) ইন্না হা-যা-লাফিসসুহুফিল উলা-।
১৯) সুহুফি ইবরা-হীমা ওয়া মূছা।
সূরা আল-আলা বাংলা অনুবাদ। Surah Al-Ala Bangla Onubad.
১) আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
২) যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
৩) এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
৪) এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
৫) অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
৬) আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
৭) আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
৮) আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
৯) উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
১০) যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
১১) আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
১২) সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
১৩) অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
১৪) নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
১৫) এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
১৬) বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
১৭) অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
১৮) এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
১৯) ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
সূরা আল-আলা পিডিএফ ডাউনলোড। Surah Al-Ala PDF Download.
সূরা আল-আলা এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল-আলা এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন।
সূরা আল-আলা অডিও ডাউনলোড। Surah Al-Ala Audio Download.
সূরা আল-আলা অডিও ডাউনলোড করার জন্য, নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল-আলা অডিও ডাউনলোড করতে পারবেন।
এই সূরা গুলো পড়ুন।
সালাম। উপকৃত হয়েছি। জাঝাকাল্লাহ।
উত্তরমুছুন