সূরা আশ-শামস বাংলা উচ্চারণ ও অর্থ সহ PDF Download | Surah Ash-Shams Bangla.

সূরা আশ-শামস কোরআন মাজিদের ৯১ তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ১৫ টি। সূরা আশ-শামস এর অর্থ - সূর্য। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। 

নীচে সূরা আশ-শামস এর আরবী, বাংলা উচ্চারণ সহ অর্থ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা আশ-শামসের আরবী, বাংলা উচ্চারণ সহ অর্থ পিডিএফ PDF আকারে ডাউনলোড করার লিংক দেওয়া আছে। 

সূরা আশ-শামস বাংলা উচ্চারণ ও অর্থ সহ PDF Download | Surah As-Shams Bangla.

সূরা আশ-শামস আরবী। Surah Ash-Shams in Arabic.

وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
وَلَا يَخَافُ عُقْبَٰهَا

সূরা আশ-শামস বাংলা উচ্চারণ। Surah Ash-Shams Bangla Uccharon.

১) ওয়াশ শামছি ওয়াদু হা-হা-।
২) ওয়াল কামারি ইযা-তালা-হা-।
৩) ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা-।
৪) ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-হা-।

৫) ওয়াছ ছামাই ওয়ামা-বানা-হা-।
৬) ওয়াল আরদিওয়ামা-তাহা-হা-।
৭) ওয়া নাফছিওঁ ওয়া মা-ছাওওয়া-হা-।
৮) ফাআলহামাহা-ফুজূরাহা-ওয়া তাকওয়া-হা-।

৯) কাদ আফলাহা মান ঝাক্কা-হা-।
১০) ওয়া কাদ খা-বা মান দাছ ছা-হা-।
১১) কাযযাবাত ছামূদুবিতাগওয়া-হা।
১২) ইযিম বা‘আছা আশকা-হা-।

১৩) ফাকা-লা লাহুম রাছূলুল্লা-হি না-কাতাল্লা-হি ওয়া ছুকইয়া-হা-।
১৪) ফাকাযযাবূহু ফা‘আকারূহা- ফাদামদামা ‘আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাছাওওয়াহা-।
১৫) ওয়ালা-ইয়াখা-ফু‘উকবা-হা-।

সূরা আশ-শামস এর অর্থ। Surah Ash-Shams er Orth.

১) শপথ সূর্যের ও তার কিরণের,
২) শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
৩) শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
৪) শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,

৫) শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
৬) শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
৭) শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
৮) অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,

৯) যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
১০) এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
১১) সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
১২) যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।

১৩) অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
১৪) অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
১৫) আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।

সূরা আশ-শামস পিডিএফ ডাউনলোড। Surah Ash-Shams PDF Download.

সূরা আশ-শামস এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আশ-শামস এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন। 

Download

সূরা আশ-শামস অডিও। Surah Ash-Shams mp3. 

সূরা আশ-শামস অডিও ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা আশ-শামস অডিও ডাউনলোড করুন। 

Download

এই সূরা গুলো পড়ুন।