ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা।
ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা মূলত তিন প্রকার - ১. ভাল ও সৎ স্বপ্ন। -- এ স্বপ্ন আল্লাহ্র পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ এবং নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ ।
২. অপছন্দনীয় খারাপ স্বপ্ন। -- এ স্বপ্ন শয়তানের কুমন্ত্রনা থেকে দেখানো হযে থাকে, যাতে এর দ্বারা আদম সন্তান চিন্তিত হয় এবং শয়তান তাকে নিয়ে ঘুমের মধ্যে খেলা করতে পারে ।
৩. জাগ্রত অবস্থায় যে বিষয়ে মানুষ নিজে নিজে কথা বলে অথবা চিন্তা করে সে বিষয়টি ঘুমের মধ্যে দেখা । এ তৃতীয় প্রকারের স্বপ্নের মধ্যে যে ব্যক্তি স্বপ্ন দেখবে তার জাগ্রত অবস্থায় অভ্যাসগুলো অর্ন্তভুক্ত হবে ।
যেমন কোন ব্যক্তির অভ্যাস হচ্ছে নির্দিষ্ট সময়ে খাদ্য খাওয়া কিন্ত সে সেই সময়ে ঘুমিয়ে গিয়ে স্বপ্নে দেখে যে, সে খাচ্ছে, অথবা সে পানাহার না করে ঘুমিয়ে গিয়ে স্বপ্নে দেখে যে বমি করছে ।
ভালো ও খারাপ স্বপ্নের ব্যাখ্যা।
উল্লেখ্য কোন ব্যক্তি খারাপ বা অপছন্দনীয় স্বপ্ন দেখলে তা নিয়ে চিন্তিত না হয়ে, সে ওই খারাপ স্বপ্ন দেখার সময় যেদিকে কাত হয়ে শুয়ে ছিল সেদিক পরিবর্তন করে অন্য দিকে কাত হয়ে শুবে, তিনবার আউযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রজীম পাঠ করবে, বাম দিকে তিনবার থুথু ফেলবে ।
এতেও স্বাভাবিকতা ফিরে না আসলে বিছানা ছেড়ে উঠে অযু করে দু’রাক‘আত নফল সলাত আদায় করবে । এই ধরনের খারাপ স্বপ্ন কাউকে জানাবে না । আর কোন খুশির বা ভালো স্বপ্ন দেখলে তা শুধুমাত্র ওই ব্যক্তিকেই জানাবে যে সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম।
স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত হাদিস।
আনাস ইব্নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ--- রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নেক্কার লোকের ভাল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ। [১৪৫](আধুনিক প্রকাশনী- ,৬৪৯৯ ইসলামিক ফাউন্ডেশন- ৬৫১২)
নবী ছাড়া ভিন্ন সাধারণ মানুষের কাছে ওহী আসে না, কিন্তু নেককার মানুষকে ভাল স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন যা আল্লাহ জানাতে চান । এটা নবুওতের ক্ষুদ্র একটা অংশ । সহিহ বুখারী, হাদিস নং ৬৯৮৩
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূ্ত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ-- তিনি বলেন, যখন যুগ ও সময় কিয়ামাতের সন্নিকটে হয়ে আসবে তখন প্রায়শ মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না।
তোমাদের মাঝে অধিক সত্যভাষী লোক সর্বাধিক সত্য ও বাস্তব স্বপ্নদ্রষ্টা হবে। আর মুসলিমের স্বপ্ন নুবূওয়াতের পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ।
আর স্বপ্ন তিন (প্রকার)- ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে সুসংবাদ (বাহক)। আর (এক ধরনের) স্বপ্ন শাইতানের পক্ষ হতে দুর্ভাবনা তৈরি করে।
আর (এক ধরনের) স্বপ্ন শাইতানের পক্ষ হতে দুর্ভাবনা তৈরি করে। আর (এক ধরনের) স্বপ্ন যা মানুষ তার মনের সাথে কথা বলে (এবং ভাবনা-চিন্তা করে) তা থেকে (উদ্ভূত)।
অতএব তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দর্শন করে- যা সে পছন্দ করে না, তাহলে সে যেন ঘুম থেকে উঠে দাঁড়ায় এবং সলাত আদায় করে আর মানুষের নিকট সে স্বপ্নের কথা গোপন রাখে।
তিনি আরও বলেছেন যে, আমি স্বপ্নে হাত কড়া দেখা পছন্দ করি এবং গলায় বেড়ী দেখা পছন্দ করি না।কারণ, হাত কড়া দীন-ধর্মে অবিচলতা‘র পরিচায়ক।
বর্ণনাকারী বলেন, তবে আমি জানি না যে, তা রিওয়ায়াতের এ শেষাংশটি মূল হাদীসের অংশ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম -এর বাণী নাকি তা জাবির (রাঃ) থেকে রিওয়ায়াতকারী ইবনু সীরীন (রহঃ) বলেছেন। (ই.ফা. ৫৭০৮, ই.সে. ৫৭৪০) সহিহ মুসলিম, হাদিস নং ৫৭৯৮
এই গুলো পড়ুন।