সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত বাংলা উচ্চারণ।
সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে। সূরা আলাক কোরআনের ৯৬ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ১৯ টি। সূরা আলাক মক্কাই নাজিল হয়েছে।
নীচে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। যদি সূরা আলাকের সমস্ত আয়াত পড়তে বা মুখস্থ করতে চান, তাহলে কমেন্ট করে বলবেন সমস্ত আয়াত বাংলা উচ্চারণ সহ ডাউনলোড করার লিংক দেওয়া হবে।
সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত আরবী।
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ
সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত বাংলা।
1. ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক।
2. খালাকাল ইনছা-না মিন ‘আলাক।
3. ইকরা’ ওয়া রাব্বুকাল আকরাম
4. অল্লাযী ‘আল্লামা বিলকালাম।
5. ‘আল্লামাল ইনছা-না-মা-লাম ইয়া‘লাম।
সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত অর্থ।
1. পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
2. সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
3. পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
4. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
5. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত PDF Download.
সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত বাংলা উচ্চারণ থেকে মুখস্থ করতে ইচ্ছুক হলে, নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত বাংলা উচ্চারণ PDF Download করুণ।
এই সূরা গুলো পড়ুন।