সূরা তাওবা বাংলা উচ্চারণ। সূরা তাওবা বাংলা অনুবাদ।
সূরা তাওবার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ। সূরা তাওবার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে সূরা তাওবার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ ডাউনলোড করার লিংক দেওয়া আছে।
সূরা তাওবা শেষ দুই আয়াত আরবী উচ্চারণ।
لَقَدْ جَآءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِٱلْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ
সূরা তাওবা বাংলা উচ্চারণ।
সূরা তাওবার শেষ দুই আয়াত এর বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে।
১২৮) লাকাদ জাআকুম রাছূলুমমিন আনফুছিকুম ‘আঝীঝুন‘আলাইহিমা-‘আনিত্তুম হারীসুন ‘আলাইকুম বিল মু’মিনীন রাঊফুর রাহীম।
১২৯) ফাইন তাওয়াল্লাও ফাকুল হাছবিয়াল্লা-হু লাইলা-হুওয়া ‘আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রাব্বুল ‘আরশিল ‘আজীম।
সূরা তাওবা বাংলা অনুবাদ।
সূরা তাওবার শেষ দুই আয়াত এর বাংলা অনুবাদ দেওয়া হয়েছে।
১২৮) তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।
১২৯) এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।
সূরা তাওবা বাংলা উচ্চারণ ছবি ডাউনলোড।
সূরা তাওবার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ থেকে মুখস্থ করতে ইচ্ছুক হলে। নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা তাওবার শেষ দুই আয়াতের বাংলা উচ্চারণ ছবি ডাউনলোড করুন।
এই সূরা গুলো পড়ুন।