সূরা যিলযাল বাংলা উচ্চারণ | সূরা যিলযাল বাংলা অনুবাদ | সূরা যিলযাল PDF Download.
সূরা আল-যিলযাল কোরআন মাজিদের ৯৯ নম্বার সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৮ টি। সূরা আল-যিলযাল এর বাংলা অর্থ- ভূমিকম্প। সূরা আল-যিলযাল মাদীনায় অবতীর্ণ হয়েছে।
নীচে সূরা আল-যিলযাল এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা আল-যিলযাল এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিংক দেওয়া আছে।
সূরা যিলযাল আরবি উচ্চারণ।
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
সূরা যিলযাল বাংলা উচ্চারণ।
1) ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা-।
2) ওয়া আখরাজাতিল আরদুআছকা-লাহা-।
3) ওয়া কা-লাল ইনছা-নুমা-লাহা-।
4) ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা-।
5) বিআন্না রাব্বাকা আওহা-লাহা-।
6) ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআশতা-তাল লিউউরাও আ‘মা-লাহুম।
7) ফামাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারাহ।
8) ওয়া মাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন শাররাইঁ ইয়ারাহ।
সূরা যিলযাল বাংলা তরজমা ও অর্থ।
1) যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
2) যখন সে তার বোঝা বের করে দেবে।
3) এবং মানুষ বলবে, এর কি হল ?
4) সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
5) কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
6) সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
7) অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে!
8) এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
সূরা যিলযাল PDF Download.
সূরা আল-যিলযাল এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা আল-যিলযাল এর আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করতে পারবেন।
সূরা যিলযাল তেলাওয়াত ও অডিও।
সূরা যিলযাল তেলাওয়াত, অডিও ও MP3 শূনে মুখস্থ করা খুব সহজ হয়ে যাই। তাই সূরা যিলযাল তেলাওয়াত, অডিও ও MP3 Download করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে অতি সহজে সূরা যিলযাল তেলাওয়াত, অডিও ও MP3 Download করতে পারবেন।
সূরা যিলযাল এর তরজমা ও তাফসীর।
সহি মুসলিমে আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) সূরা যিলযাল এর তাফসীরে বলেছেনঃ “জমীন তার কলেজার টুকরোগুলোকে উগরে দিবে এবং বাইরে নিক্ষেপ করবে। স্বর্ণ রৌপ্য স্তম্ভের মত বাইরে বেরিয়ে পড়বে। হত্যাকারী সে সব দেখে বলবেঃ হায়! আমি এই ধন সম্পদের জন্য অমুককে হত্যা করে ছিলাম, অথচ আজ ওগুলো এভাবে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে, কেউ যেন ওগুলোর দিকে ভুলেও তাকাচ্ছে না!
" আত্মীয়-স্বজনের প্রতি দুর্ব্যবহারকারী দুঃখ করে বলবেঃ “হায়! এই ধন সম্পদের মোহে পড়ে আমি আমার আত্মীয় স্বজনের সাথে ভাল ব্যবহার করিনি!” চোর বলবেঃ “হায়! এই মাল ধনের জন্যে আমার হাত কেটে দেয়া হয়েছিল!” অতঃপর ওগুলো তাদেরকে ডাকবে, কিন্তু তারা ওগুলো হতে কিছুই গ্রহণ করবে না।”
আমি গুগল খুজে এই পোষ্টটা পেয়েছি। ধন্যবাদ।
উত্তরমুছুন