ঘর থেকে বাহির হওয়ার দোয়া।
ঘর থেকে বাহির হওয়ার দোয়ার ফজিলত। ঘর থেকে বাহির হওয়ার সময় এই দোয়া পাঠ করলে, সেই ব্যক্তির দায়িত্ব আল্লাহর জিম্মায় হয়ে যায়। শয়তানের কোন চকক্রান্ত ওই ব্যক্তির উপর কোন রকম প্রভাব ফেলবে না। জাদু ও নজরের মত কুপ্রভাব কোন ক্ষতি করতে পারবে না। ঘর থেকে বাহির হওয়া দোয়ার আরও অনেক ফজিলত আছে।
ঘর থেকে বাহির হওয়ার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ। Bangla Uccharon.
উচ্চারণ:- বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ:- আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।
ঘর থেকে বাহির হওয়ার দোয়া। Doya pdf download.
ঘর থেকে বাহির হওয়ার দোয়া, বাংলা উচ্চারণ থেকে মুখস্থ করতে চাইলে pdf এর লিংক দেওয়া হয়েছে। ডাউনলোড করে বাংলা উচ্চারণ পড়ে খুব সহজেই মুখস্থ করতে পারেন।
Tags:
Hadis