সূরা মাউন আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ সহ pdf download.

সূরা মাউন মক্কায় নাযিল হয়েছে। সূরা মাউন এর ফজিলত, আরবির বাংলা উচ্চারণ ও অর্থ সহ pdf সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

সূরা মাউন আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ সহ pdf download.

সূরা মাউন শব্দের অর্থ।

সুনানে নাসাঈতে হযরত আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ “প্রত্যেক ভাল জিনিষই সদকা। ডোল, হাঁড়ি, বালতি ইত্যাদি দেয়াকে রাসূলুল্লাহ (সঃ)-এর আমলে আমরা মাউন নামে অভিহিত করতাম। 

মোটকথা, এর অর্থ হলো যাকাত না দেয়া, আনুগত্য না করা, কোন জিনিষ চাইলে না দেয়া, ছোট ছোট জিনিষ কেউ কিছু সময়ের জন্যে নিতে চাইলে না দেয়া, যেমন চালুনি, কোদাল, দা, কুড়াল, ডেকচি ডোল ইত্যাদি।

সূরা মাউন আরবির বাংলা উচ্চারণ।

উচ্চারণঃ আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।
ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম।
ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন। ফাওয়াইঁলুলিলল মুসাল্লীন।
আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি
ছা-হূন। আল্লাযীনা হুম ইউরাঊনা।
ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।

সূরা মাউন এর অর্থ।

অর্থ :- আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অতএব দুর্ভোগ সেসব নামাযীর,যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর যারা তা লোক-দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।

সূরা মাউন বাংলা উচ্চারণ ও অর্থ সহ pdf download.

সূরা মাউন আরবির বাংলা উচ্চারণ থেকে মুখস্ত করতে ইচ্ছুক হলে pdf download করুন।

Download

এই আর্টিকেল গুলো পড়ুন।