সূরা ফাতিহা এর বাংলা উচ্চারণ সহ pdf Download. সূরা ফাতিহা এর বাংলা উচ্চারণ ও অর্থ।
সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ সম্পর্কে কিছু কথা।
সূরা ফাতিহার নাম ‘সূরা-ই-আল ফাতিহাহ্। কোন কিছু আরম্ভ করার নাম ‘ফাতিহাহ’ বা উদ্ঘাটিকা। কুরআন কারীমের মধ্যে প্রথম সূরা ফাতিহা লিখা হয়েছে বলে একে সূরা-ই-আল ফাতিহাহ্ বলা হয়।
তাছাড়া নামাযের মধ্যে সূরা ফাতিহার দ্বারাই কিরাআত আরম্ভ করা হয় বলেও একে সূরা ফাতিহা নামে অভিহিত করা হয়েছে। উম্মুল কিতাব’ও সূরা ফাতিহার অপর একটি নাম।
সূরা ফাতিহা কে সূরাতুস সালাত এবং সূরাতুল কাজও বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ), কাতাদাহ (রঃ) এবং আবুল আলিয়া (রঃ) বলেন যে, এই ফাতিহা সূরাটি মাক্কী।
হযরত আবু হুরাইরা (রাঃ), মুজাহিদ (রঃ), আতা’ বিন ইয়াসার (রঃ) এবং ইমাম যুহরী (রঃ) বলেন যে, এই ফাতিহা সূরাটি মাদানী। এটাও একটি অভিমত যে, এই সূরা ফাতিহা দুইবার অবতীর্ণ হয়েছে।
একবার মক্কায় এবং অন্যবার মদীনায়। কিন্তু প্রথমটিই বেশী সঠিক ও অভ্রান্ত। কেননা অন্য আয়াতে আছে যে ‘আমি তোমাকে সাবআ মাসানী (বারবার আবৃত্ত সাতটি আয়াত) প্রদান করেছি (১৫:৮৭)। সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছে আল্লাহ তা'আলাই এ ব্যাপারে সবচেয়ে বেশী জানেন।
এই আর্টিকেল গুলি পড়ুন।
- চার কুল ও আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ।
- কোরআন পড়া শিখুন মাত্র ১ ঘণ্টাই।
- যে দোয়া পড়লে সারাদিন জিন শয়তান দূরে থাকে।
- উচ্চারণ সহ সূরা কাহাফের প্রথম ও শেষ ১০ আয়াত।
- বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ apps
ফাতিহার বাংলা উচ্চারণ।
বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
আররহমা-নির রাহি-ম।
মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
সূরা ফাতিহার বাংলা অর্থ।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
বিচার দিনের একমাত্র অধিপতি।
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
আমাদের সরল পথ দেখাও।
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সূরা ফাতিহা এর বাংলা উচ্চারণ সহ pdf Download করুণ।
সূরা ফাতিহা মুখস্ত করার জন্য আপনি যদি আরবি না জানেন। তাহলে এখান থেকে সূরা ফাতিহা বাংলা উচ্চারণ সহ pdf Download করে খুব সহজে মুখস্ত করতে পারেন। তাই সূরা ফাতিহা বাংলা উচ্চারণ pdf Download করার জন্য নিচে Download এ কিলিক করুণ।
- চার কুল ও আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ।
- কোরআন পড়া শিখুন মাত্র ১ ঘণ্টাই।
- যে দোয়া পড়লে সারাদিন জিন শয়তান দূরে থাকে।
- উচ্চারণ সহ সূরা কাহাফের প্রথম ও শেষ ১০ আয়াত।
- বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ apps