ইসলাম ও হিন্দু ধর্ম সম্পর্কে সঠিক ধারণা।
ইসলাম ও হিন্দু ধর্মের অনুসরণকারীদের দেখে ধর্মকে বিচার করা যাবে না, ধর্মকে সঠিকভাবে জানতে ধর্মের প্রামাণ্য গ্রন্থ পড়তে হবে।
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পাটির নেতা —যে কোনও ধর্মের অনুসরণকারীদের কথা বলা হোক না কেন, কর্মক্ষেত্রে তাদের অধিকাংশই প্রকৃত ধর্মীয় বিশ্বাস থেকে অনেকটা দূরে অবস্থান করেন—যা ধর্ম নয় সেটাকে কেউ কেউ ধর্ম বলে পালন করেন।
প্রকৃত ধর্মীয় শিক্ষা কী তা অধিকাংশ অনুসরণকারী সঠিকভাবে জানেন না। তাই তাদের দেখে ধর্মের স্বরূপ উপলব্ধি করা যাবে না। ধর্মের স্বরূপ উপলব্ধি করতে গেলে প্রামাণ্য ধর্মগ্রন্থ পাঠ করতে হবে।
ইসলাম ধর্মের সঠিক উৎস।
‘সূরা আল-ই ইমরানে’ মহান আল্লাহ ঘোষণা করেছেন----- “এবং তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।” (৩ নং সূরা , আয়াত ১০৩) এখানে 'আল্লাহর রশি’ বলতে কোরআন শরিফকেই বোঝানো হয়েছে।
আল্লাহ বলেছেন যে মুসলমানদের বিভক্ত বা বিভাজিত হওয়া উচিত নয়। আর মুসলমানকে অবিভক্ত বা ঐক্যবদ্ধ রাখার আলোকিত মাধ্যমটি হল কোরআন শরিফ।
মহান আল্লাহ ‘সূরা নিসায় বলেছেন----- “হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করো তবে তোমরা আল্লাহর অনুগত হও, .... আর যদি কোনও বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে সে বিষয়ে আল্লাহ ও রসূলের শরণ নাও।”
(৪ নং সূরা , আয়াত ৫৯) কোরআনকে ভালোভাবে বুঝতে গেলে হাদিস পড়তে হবে। হাদিস হল কোরআনের ব্যাখ্যা। বস্তুত ইসলামের প্রামাণ্য দুটি উৎস কোরআন আর হাদিস। কোরআন আল্লাহর বাণী, আর হাদিস হল রসূল (সাঃ)-এর উপদেশ।
হিন্দু ধর্মের সঠিক উৎস।
হিন্দু ও ইসলামধর্মের মধ্যে সাদৃশ্য খুঁজতে গিয়ে সাধারণ বা অতি পরিচিত সাদৃশ্যের উপর জোর দেওয়া হয়নি। দুটি ধর্মেই আছে--- সদা সত্য কথা বলবে, কখনও মিথ্যা বলবে না, চুরি করবে না, গরিবদের প্রতি সদয় হবে, নিষ্ঠুর হবেন না, ইত্যাদি।
এই সাদৃশ্যগুলি সকলেরই জানা। তাই এই সাদৃশ্যগুলি ছেড়ে অন্তর্নিহিত বা অপ্রচলিত সাদৃশ্যের উপর জোর দেওয়া হয়েছে। যারা গভীরভাবে ধর্মগ্রন্থগুলি পাঠ করবে, কেবলমাত্র তাঁরাই অন্তর্নিহিত সাদৃশ্যগুলি বুঝতে পারবে।
ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য - সূচিপত্র।
- ভুমিকা।
- এখন পড়লেন --- ইসলাম ও হিন্দু ধর্ম সম্পর্কে সঠিক ধারণা।
- ২) সংক্ষেপে ইসলাম ধর্মের পরিচয়।
- ৩) সংক্ষেপে হিন্দু ধর্মের পরিচয়।
- ৪) ইসলাম ও হিন্দু ধর্মের ঈমান বা বিশ্বাসের সরূপ।
- ৫) হিন্দু ধর্মে ঈশ্বর ও আল্লাহ্ সম্পর্কে ধারণা।
- ৬) ইসলাম ধর্মে ঈশ্বর ও আল্লাহ্ সম্পর্কে ধারণা।
- ৭) হিন্দু ও ইসলাম ধর্মে দেবদূত বা ফেরেশতার ধারণা।
- ৮) হিন্দু ও ইসলাম ধর্মের গ্রন্থ সমূহ।
- ৯) হিন্দু ও ইসলাম ধর্মের মহাপুরুষ বা অবতার।
- ১০) ঈশ্বর বা আল্লাহর গুণাবলি।
- ১১) হিন্দু ধর্ম গ্রন্থে মুহাম্মাহ (সাঃ)।
- ১২) ইসলাম ও হিন্দু ধর্মে মৃত্যুর পরের জীবন।
- ১৩) হিন্দু ও ইসলাম ধর্মের ভাগ্য বা নিয়তি।
- ১৪) হিন্দু ও ইসলাম ধর্মের ঈশ্বরের প্রার্থনা।
- ১৫) জিহাদ সম্পর্কে ইসলাম ও হিন্দু ধর্ম কি বলে।
- ১৬) ইসলাম ও হিন্দু ধর্মের বিভিন্ন উপদেশের মধ্যে সাদৃশ্য।
- ১৭) উপসংহার।