সংক্ষেপে ইসলাম ধর্মের পরিচয়।
ইসলাম ধর্মের পরিচয়।
আল-কোরআন এবং হাদিসের বহু জায়গায় ‘ইসলাম’ শব্দটি উল্লিখিত হয়েছে। ‘সুরা আল-ই-ইমরানে’ আছে—নিশ্চয়, ইসলাম আল্লাহর একমাত্র ধর্ম।” (৩ নং সুরা, আয়াত ১৯) ওই একই সূরার ৮৫ নং আয়াতে আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে ইসলামের কথাই তুলে ধরা হয়েছে।
একজন মুসলিম বেক্তির পরিচয়।
‘সূরা হা-মীম সাজদাহ’-এ আছে— “অমান্ আহসানু কওলাম্ মিম্মান দাআ-ইলাল্ল—হি অ আ মিলা স্ব—লিহাওঁ অ কব ইন্নানী মিনাল মুসলিমীন্।” (৪১ নং সূরা , আয়ত ৩৩)
অর্থাৎ, “তার কথা অপেক্ষা উৎকৃষ্ট কথা আর কার, যে আল্লাহর পথে আহ্বান করে এবং সৎকার্য করে আর বলে, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্গত।”
ইসলাম ধর্ম সম্পর্কে ভুল ধারণা।
তার আগে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবি এসেছিলেন এবং তাঁরা প্রত্যেকেই ইসলামধর্ম প্রচার করেছিলেন। কোরআন মাজিদে অবশ্য অল্প কয়েকজন নবির নাম আছে। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন হজরত নূহ (আঃ), হজরত সোলেমান (আঃ), হজরত দাউদ (আঃ), হজরত ইব্রাহিম (আঃ), হজরত মুসা (আঃ), হজরত ঈশা (আঃ) প্রমুখ। ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন স্থানে তাঁদের আবির্ভাব ঘটেছিল। কিন্তু তারা ছিলেন একই বিশ্বাসের বার্তাবাহক—তৌহিদের আলোর দূত। ইহকাল ও পরকালে মানুষ কীভাবে সফলকাম হবে—সে কথাই তারা প্রচার করেছেন বারে বারে।
মহম্মদ (সাঃ) ছিলেন আল্লাহর শেষ বাণীবাহক। তিনিও পূর্ববর্তী নবিদের মতো এক আল্লাহর মহিমা প্রচার করেছেন, মানুষকে সৎ ও সত্যের দিকে আহ্বান করেছেন। পূর্ববর্তী নবিরা যে প্রত্যাদেশ পেয়েছিলেন সেগুলি কালক্রমে প্রক্ষিপ্ত রচনায় সমৃদ্ধ হয়ে মৌলিকত্ব হারিয়ে ফেলে। তাছাড়া সেগুলি নির্দিষ্ট জনগোষ্ঠী ও নির্দিষ্ট কালের জন্য সীমাবদ্ধ ছিল। কিন্তু মহম্মদ (সাঃ) নির্দিষ্ট কাল বা নির্দিষ্ট স্থানের জন্য আসেননি—তিনি এসেছিলেন সর্বকালের জন্য–সমগ্র বিশ্বের জন্য—তাই তো তিনি বিশ্বনবি।
তিনি পূর্ববর্তী নবিদের অপূর্ণতাকে পূর্ণতা দান করেছিলেন। তাদের প্রচারিত মতাদর্শে যে প্রক্ষিপ্ত অংশ অনুপ্রবেশ করেছিল তিনি সেগুলি দূর করে ইসলামধর্মকে সম্পূর্ণ ও সুগঠিত করেছিলেন। যিনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ তাকে কোরআনের আলোকিত বাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন—কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা আলোর পথ আর কোনটা অন্ধকারের পথ। তিনি আল্লাহর ইচ্ছা, ইশারা ও আদেশে সমগ্র মানবজাতিকে সর্বোত্তম সফলতার পথ বলে দিয়েছেন। যেহেতু মহম্মদ (সাঃ)-এর কাছে আল্লাহ তার মনোনীত ধর্মকে সম্পূর্ণ করে পাঠিয়েছেন, তাই তার পরে আর কোনও নবি আসেননি এবং আর কোনও নবি আসবেন না।
তিনি-ই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি। যে আলোকিত গ্রন্থ কোরআন তাকে দান করা হয়েছিল তা সর্বকালের জন্য সর্বোত্তম পথনির্দেশক আলোক-উৎস। ইব্রাহিম (আঃ), মুসা (আঃ), ঈসা (আঃ) প্রমুখ নবির দ্বারা প্রচারিত তৌহিদের বাণী বিশ্বজনীন হয়ে ওঠে মহম্মদ (সাঃ)-এর আগমনে। অর্থাৎ, ঈশা (যিশু)-সহ পূর্ববর্তী সমস্ত নবিই ছিলেন ইসলামধর্মের বাণীবাহক—তারা এক আল্লাহর কথাই প্রচার করেছিলেন।
তাঁরা সবাই ছিলেন মুসলিম-আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। তারপর ঈশা যখন তাদের অবাধ্যতা অনুভব করলেন, তখন তিনি বললেন, কে আছো আল্লাহর পথে আমার সাহায্যকারী ? সঙ্গীগণ বললেন, আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী; আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আপনি সাক্ষী থাকুন, আমরা মুসলমান হয়েছি।” (সূরা আল-ই ইমরান : ৩ নং সুরা, আয়াত ৫২) ওই একই সুরার ৬৭নং আয়াতে আছে।
ইব্রাহিম খ্রিস্টান ছিলেন না; বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম; আর তিনি অংশীবাদীদের দলভুক্ত ছিলেন না।
ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য - সূচিপত্র।
- ভুমিকা।
- ১) ইসলাম ও হিন্দু ধর্ম সম্পর্কে সঠিক ধারণা।
- এখন পড়লেন --- সংক্ষেপে ইসলাম ধর্মের পরিচয়।
- ৩) সংক্ষেপে হিন্দু ধর্মের পরিচয়।
- ৪) ইসলাম ও হিন্দু ধর্মের ঈমান বা বিশ্বাসের সরূপ।
- ৫) হিন্দু ধর্মে ঈশ্বর ও আল্লাহ্ সম্পর্কে ধারণা।
- ৬) ইসলাম ধর্মে ঈশ্বর ও আল্লাহ্ সম্পর্কে ধারণা।
- ৭) হিন্দু ও ইসলাম ধর্মে দেবদূত বা ফেরেশতার ধারণা।
- ৮) হিন্দু ও ইসলাম ধর্মের গ্রন্থ সমূহ।
- ৯) হিন্দু ও ইসলাম ধর্মের মহাপুরুষ বা অবতার।
- ১০) ঈশ্বর বা আল্লাহর গুণাবলি।
- ১১) হিন্দু ধর্ম গ্রন্থে মুহাম্মাহ (সাঃ)।
- ১২) ইসলাম ও হিন্দু ধর্মে মৃত্যুর পরের জীবন।
- ১৩) হিন্দু ও ইসলাম ধর্মের ভাগ্য বা নিয়তি।
- ১৪) হিন্দু ও ইসলাম ধর্মের ঈশ্বরের প্রার্থনা।
- ১৫) জিহাদ সম্পর্কে ইসলাম ও হিন্দু ধর্ম কি বলে।
- ১৬) ইসলাম ও হিন্দু ধর্মের বিভিন্ন উপদেশের মধ্যে সাদৃশ্য।
- ১৭) উপসংহার।