আলেম শব্দের বা কথার বাংলা অর্থ।
আমরা সাধারণত আলেম শব্দের বা কথার বাংলা অর্থ মনেকরি ইসলামের জ্ঞানী। কিন্তু , কথাটি কিছুটা সঠিক হলেও সম্পূর্ণ সঠিক না। আলেম শব্দের বা কথার বাংলা অর্থ- জ্ঞানী।
এই আলিম বা জ্ঞান যে কোন বিষয়ের উপর হতে পারে। ধরুন আপনি ইতিহাস নিয়ে মাস্টারি (আলিম অর্জন) করেছেন, তাই আপনি একজন ইতিহাস সম্পর্কিত আলেম বা জ্ঞানী।
ঠিক অনুরূপ ভাবে কেউ হাদীসের উপর (মাস্টারি) আলিম অর্জন করলে, সে হাদীস সম্পর্কিত আলেম বা জ্ঞানী। আবার কেউ কোরআনের ব্যকারণ নিয়ে (মাস্টারি) আলিম অর্জন করলে সে ব্যক্তি কোরআনের ব্যকারণ সম্পর্কিত আলেম বা জ্ঞানী।
কোরআনের দৃষ্টিতে আলেম শব্দের বা কথার বাংলা অর্থ।
ধরুন আপনি সায়েন্স সম্পর্কিত কোরআনের একটি আয়াত পড়ছেন কিন্তু আয়াতটি বুঝতে পারছেন না, এমন সময় আপনি কি করবেন?
সায়েন্স সম্পর্কিত কোরআনের যে আয়াতটি বুঝতে অসুবিধা হচ্ছিল, তার জন্য কোন সায়েন্স বিষয়ের উপর যার মাস্টারি বা আলিম আছে উনাকে জিজ্ঞাসা করতে হবে তাহলে সঠিক উত্তর পাওয়া যাবে।
তাই ইসলাম অনুযায়ী জীবন যাপন করার ক্ষত্রে যে বিষয়ে সমস্যা হবে সেই বিষয় সম্পর্কিত যার মাস্টারি বা আলিম আছে তার কাছ থেকেই জানতে হবে। কোরআনের একটি আয়াতে আছে- সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা কর যদি তোমরা না জান ১৬:৪৩ ।
সুতরাং আলেম শব্দের বা কথার বাংলা অর্থ - বিষয় ভিত্তিক জ্ঞানী।
এই আর্টিকেল গুলি পড়ুন।