বেদ ঈশ্বরের বাণী।
বেদ ঈশ্বরের বাণী এই বিষয়ে সমস্ত হিন্দু পন্ডিতরা এক মত, যে বেদ ঈশ্বরের বাণী। তাই বেদ ঈশ্বরের বাণী এতে কোনও সন্দেহ নেই। আমাদের সকলকে বেদ সত্য ও ঈশ্বরের বাণী বলে গ্রহন করে নেওয়া প্রয়োজন।
আমাদের হিন্দু ধর্মগ্রন্থের সমস্ত গ্রন্থ পাঠ করার পাশাপাশি ঈশ্বরের বাণী বেদ ধর্মগ্রন্থকে বেশি পাঠ করার অভ্যাস গড়ে তুলতে হবে। নীচে ঈশ্বরের বাণী বেদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেনে নেওয়া হক।
পবিত্র ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে কিছু মূল্যবান তথ্য।
ঈশ্বরের বাণী বেদকে চারভাগে ভাগ করা হয়; যথা- ঋক্ বেদ, সাম বেদ, জজুর্ব বেদ, অথর্ব বেদ। পতঞ্জলির মহাবৈশ্যের মতে, ঋগ্বেদের ২১টি শাখা আছে, অথর্ববেদের ৯টি শাখা আছে, যজুর্বেদের ১০১টি শাখা আছে, সামবেদের ১০০০টি শাখা আছে। অর্থাৎ ঈশ্বরের বাণী বেদের সর্ব মট শাখা ১১৩১টি। এর মধ্যে মাত্র এক ডজন সহজলভ্য। হিন্দু পণ্ডিতদের মতে, যদি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ ও ঈশ্বরের বাণী বেদের মধ্যে অসঙ্গতি দেখা যায়, তবে বেদকেই বিশ্বাসযোগ্য ভাবতে হবে।
Tags:
Hindu